শরীয়তপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটিতে শরীয়তপুর জার্নাল.কমের সম্পাদক এ্যাড. মুরাদ হোসেন মুন্সীকে সভাপতি ও জাগোনিউজ২৪.কম ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি মো. ছগির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শরীয়তপুর শহরের চিকন্দী ফুড পার্কে পরিচিত ও আলোচনা সভায় শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে প্রধান অতিথি থেকে কমিটির ঘোষণা দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, চ্যানেল আই প্রতিনিধি এসএম মজিবর রহমান, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, ইন্ডিপিন্ডেন্ট টেলিভিশনের নুরুল আমিন রবিন, ডিবিসি প্রতিনিধি বিএম ইশ্রাফিল। এ সময় বক্তারা বলেন, এখন অনলাইন সংবাদের সময় চলছে। আসা করি বর্তমান সরকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের আওতায় আনবে। সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় । সকল সাংবাদিক এক থাকলে ঝুঁকিটা কমে যায়। তবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ট সংবাদ লেখাটাই সাংবাদিকতা। সাংবাদিকদের সাংবাদিকতায় প্রশিক্ষণ নিতে হবে। কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি কুইকনিউজবিডি.কম শরীয়তপুর প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর২৪.কমের শাহরিয়ার আহসান বিপুল, সোনালীনিউজ.কমের রাজিব হোসেন রাজন, বৈশাখীঅনলাইন.কমের খালেক পেদা ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক নিরাপদনিউজ.কমের সোহাগ খান সুজন, বাংলানিউজ২৪.কমের মো. বেলাল হোসাইন, অধিকার.নিউজের জাবেদ শেখ, দিগন্তবার্তা.কমের রূপক চক্রবতী, সাংগঠনিক সম্পাদক, ভোরেরসংবাদ.কমের মো. ইব্রাহিম হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মানবধিকার প্রতিদিন.কমের সমীর চন্দ্র শীল, শরীয়তপুরনিউজ২৪.কমের ইলিয়াছ মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক রুদ্রবার্তা.নেটের আনিছুর রহমান, দপ্তর সম্পাদক অপরাধবার্তা.কমের মুহসিন রেজা রিপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেশকালবিডি.কমের রকি আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীয়তপুরজার্নাল.কমের সুপ্তা চৌধুরী, কার্যকরী সদস্য পূর্বপশ্চিমবিডি.নেটের নয়ন দাস, সময়েরআলো.কমের মিজানুর রহমান মোল্যা, শরীয়তপুরজার্নাল.কমের এসএম নাজমুল হোসেন, ডিনিউজ২৪.নেটের মোহাম্মদ নান্নু মৃধা, নিউজজি২৪.কমের সৈয়দ মেহেদী হাসান, বিডিমর্নিং.কমের আসাদ গাজী, বর্তমানশরীয়তপুর.কমের মাহবুব আলম, শরীয়তপুরপোর্টালের সুলতান মাহমুদ, সংবাদবাংলাদেশ২৪.কম এস.এম জীবন রায়হান, শরীয়তপুরজার্নাল.কমের মিতালী সিকদার, দিনপ্রতিদিন.কমের এমডি সাইদ আকন,শরীয়তপুরেরকাগজ.কমের মিজানুর রহমান বয়াতী, শরীয়তপুরনিউজ.কমের রেদওয়ান মাসুদ, টাইমসনিউজ২৪.কমের জামাল হোসেন, শরীয়তপুর জার্নাল.কমের আব্দুল মোতালেব সুমন ।
শরীয়তপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মুরাদ সম্পাদক ছগির
July 9, 2019 , 9:15 pm