শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক (ডিসি) কাজী আবু তাহের কে ফুলের শুভেচ্ছা দিয়েছেন শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (সোজা) । রবিবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ফুলের শুভেচ্ছা দেয়া হয়। এ সময় জেলা প্রশাসককে সোজার ৩৫ সদস্য বিশিস্ট কমিটির কপি তুলে দেয় জেলা কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, প্যানেল মেয়র হোসেন মো. আলমগীর, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের (সোজা) সভাপতি শরীয়তপুর জার্নালের সম্পাদক অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক জাগোনিউজ২৪.কম ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি মো. ছগির হোসেন, সহসভাপতি দৈনিক বর্তমান ও দৈনিক হুংকার প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক রুপক চক্রবর্তী, সহসাংগঠনিক সম্পাদক মানবাধিকারপ্রতিদিন.কমের সমীর চন্দ্র শীল, দফতর সম্পাদক অপরাধবার্তা.কমের মুহসিন রেজা রিপন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভোরেরসংবাদ.কমের প্রতিনিধি সুপ্তা চৌধুরী, অর্থবিষয়ক সম্পাদক রুদ্রবার্তা.নেটের আনিছুর রহমান, সদস্য দৈনিক নতুন সময় ও সংবাদ বাংলাদেশ২৪.কম এবং শরীয়তপুর পরিক্রমা. কমের জেলা প্রতিনিধি এস এম জীবন রায়হান, সময়েরআলো.কমের মিজানুর রহমান প্রমূখ ।
এ সময় জেলা প্রশাসক কাজী আবু তাহের সোজার উদ্দেশ্যে বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। ঘটনার সম্পর্কে বিস্তারিত যেন সংবাদ প্রকাশ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে জেলাকে এগিয়ে নেয়ার আহবান জানান জেলা প্রশাসক।