
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাচক গ্রাম থেকে ৯৬ ক্যান বিদেশি বিয়ার সহ ভোজেশ্বর ইউনিয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন সিকদার(২৮) কে আটক করেছেন ডিবি পুলিশ।
সমবার সন্ধায় গোপন সংবাদে ভিতিত্বে জেলার ডিবি পুলিশ পাচক গ্রাম থেকে হাতে নতে আটক করে। এ ঘটনায় ম্ঙ্গলবার সকালে জেলা ডিবি অফিসে,মাদকদ্রব্য আইনে পির্থক মামলা দায়ের করা হয়েছে।
জানা জায় ভোজেশ্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যানের এর আপন ভাই মালেক সিকদারের ছেলে খোকন সিকদার দীর্ঘদিন যাবত এলাকার ও আসপাসের বিভিন্ন বিয়ে বাড়ি সহ উত্তি বয়স্ক ছেলেদের কাছে বিক্রি করে যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
এদিকে ছাত্রলীগ নেতার এমন অবৈধ্য ব্যবসার করায় এর তীব্র নিন্দা ও ছাত্রলীগ থেকে বহিস্কার এর দাবি জানিয়েছেন এলাকা বাসী।
গোয়েন্দা পুলিসের (ওসি) আসলাম উদ্দিন বলেন, বিদেশি বিয়ার সহ -১ জনকে আটক করা হয়েছে। আটক কৃতর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে কোটে শপর্দ করলে,ছ্রালীগ নেতা খোন সিকদারকে কারাগারে প্রয়ন করা হয় হয়।