রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:১২

শরীয়তপুর জার্নালের সম্পাদক জেলা আইনজীবী স‌মি‌তির সি‌নিয়র সহ-সাধারণ সম্পাদক হওয়ায় নিসচা’র সংবর্ধনা।

January 22, 2019 , 6:42 pm

বিপ্লব হাসান হৃদয়ঃ

‌নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সভাপ‌তি অ্যাডভো‌কেট মুরাদ হো‌সেন মুন্সী শরীয়তপুর জেলা আইনজীবী স‌মি‌তির নব‌নির্বা‌চিত সি‌নিয়র সহসাধারণ সম্পাদক হওয়ায় নিসচা’র সংবর্ধনা দেয়া হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২২ জানুয়া‌রি) বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার কার্যাল‌য়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার
উদ্যো‌গে এ সংবর্ধনা দেয়া হ‌য় ।

এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সমীর চন্দ্র শীল, সহসভাপ‌তি মো. ছ‌গির হো‌সেন, হাসান মাসুদ খান, এনামুল হক সো‌হেল মুন্সী, সহ সাধারণ সম্পাদক মো. সোহাগ খান সুজন, মো. শাহীন মৃধা, অর্থ সম্পাদক আজিজুল হা‌কিম, সাংগঠ‌নিক সম্পাদক আঃ মোতা‌লেব সুমন, দূর্ঘটনা অনুসন্ধান ও গ‌বেষনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, প্রকাশনা সম্পাদক রাজন কুমার সাহা, ম‌হিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া সার‌মিন, সদস্য আব্দুর রব, মো. জিল্লুর রহমান খান, মো. সি‌দ্দিকুর রহমান, মাহমুদুল হক মামুন, খন্দকার মাহবুবুর রহমান, মো. র‌ফিকুল ইসলাম তালুকদার, বিপ্লব হাসান হৃদয় প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

শুধু তাই নয় নব‌নির্বা‌চিত সি‌নিয়র সহসাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট মুরাদ মুন্সী হাজী শরীয়তুল্লাহ আলোকিত শরীয়তপুর এর চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি.এম.এস.এফ) শরীয়তপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, শরীয়তপুর জার্নাল ডটকম অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, শরীয়তপুর থিয়েটার-এর সভাপতি, শরীয়তপুর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদকসহ সম্মিলিত সাংস্কৃতি জোট, সুশাসনের জন্য নাগরিক (সুজন), চারমাত্রিক সাংস্কৃতিক চর্চা, জাগো শরীয়তপুর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ শরীয়তপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন । এছাড়া যাদু শিল্পী, অভিনেতা ও ফটোগ্রাফার হিসেবে একাধিকবার সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

উ‌ল্লেখ্য, ২১ জানুয়ারি সোমবার শরীয়তপুর জেলা আইনজীবী স‌মি‌তির নির্বাচ‌নে নির্বাচন ক‌মিশন তা‌কে সি‌নিয়র সহসাধারণ সম্পাদক প‌দে নির্বা‌চিত ক‌রেন।

 

Total View: 1852