![](https://shariatpurjournal.com/wp-content/uploads/2018/11/Image_5741.jpg)
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভেকেট আবু সাঈদের পরিচালনায়
শরীয়তপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমান ও যুগ্ম জেলা জজ ১ম আদালত রিপুতি কুমার বিশ্বাস,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান,সহকারী জজ গোসাইরহাট মোঃ হেদায়েত উল্যাহ্,সহকারী জজ ভেদেরগঞ্জ মোঃ শামছুল আলমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সন্ধা ৬টায় জেলা জজ কোর্ট মসজিদ মাঠে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেট আলমগীর হাওলাদারের সভাপত্বিতে উক্ত অনুস্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এ্যাডভোকেট রাশেদুল হাছান মাছুম, সাবেক সভাপতি সিনিয়র এ্যাডভোকেট মতিউর রহমান,সিনিয়র এ্যাডভোকেট বজলুর রহমান, সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সিনিয়র এ্যাডভোকেট আবুল কাশেম,সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাজুল ইসলাম, এ্যাডভোকেট রওশনারা, সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট মাসুদুর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট মুরাদ মুন্সী।
এসময় জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমান কান্না চোখে বলেন, শরীয়তপুর জেলা আইনজীবীদের মত এতো ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা কোথাও আর পাই নাই, এই জেলাকে কখনো আর ভুলতে পারবোনা,পরে জেলা জজ কোর্টের বিভিন্ন উন্নয়ন মূলক কথা বলেন,