রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:৪৬

শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

September 21, 2017 , 3:59 pm

received_1903813203216899সমীর চন্দ্র শীল স্টাফ রিপোর্টার :-সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্বারদীয় দূর্গা পুজা উপলক্ষে শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় করেছেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মাহমুদুল হোসাইন খান।

আজ সকাল ১১:৩০ ঘটিকার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব এহসান শাহ,বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলার সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শরীয়তপুর জেলার সভাপতি শ্রী মুকুল রায়,সাধারন সম্পাদক শ্রী মানিক ব্যানার্জী, সাবেক সভাপতি বিমল কৃষ্ণ অধিকারী,সদর উপজেলা সভাপতি সমীর কিশোর দে, সাধারন সম্পাদক গবিন্দ দত্ত,নড়িয়া উপজেলা সভাপতি চন্দন ব্যানার্জী, অন্যান্য উপজেলার সভাপতি-সাধারন সম্পাদকবৃন্দ, ফায়ার সার্ভিস এর ডি ডি মো: ইলিয়াস আহম্মেদ,পল্লী বিদ্যুৎ এর এ জি এম,আনসার কর্মকর্তা আশরাফুল ইসলাম সহ জেলার হিন্দু সম্প্রদায়ের অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

এসময় জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন,আসন্ন দুর্গা পুজায় আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।আপনারা প্রতিটি মন্দিরে সেচ্ছসেবক বাহিনঅ গঠন করবেন এবং সবাইকে ব্যাচ পরিধান করাবেন যাতে তাদের চেনা যায়,সবাই সতর্ক থাকবেন। প্রতি বছরের মত এবছরও আমরা সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্মিলিত ভাবে দূর্গাপুজা উদযাপন করব।

Total View: 2221