শরীয়তপুর প্রতিনিধি॥
“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” স্লোগানকে নিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৫ বছর হওয়ায় (রজত জয়ন্তী) স্মরনিকা তৈরি করে। ২২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের মহোদয়কে দুই কপি স্মরনিকা উপহার হিসেবে প্রদান করে নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখা।
উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সভাপতি ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সিনিয়র সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী । এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সমীর চন্দ্র শীল, সহসভাপতি মো. ছগির হোসেন, হাসান মাসুদ খান, এনামুল হক সোহেল মুন্সী, সহ সাধারণ সম্পাদক মো. সোহাগ খান সুজন, মো. শাহীন মৃধা, অর্থ সম্পাদক আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আঃ মোতালেব সুমন, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, প্রকাশনা সম্পাদক রাজন কুমার সাহা, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া সারমিন, সদস্য মো. রফিকুল ইসলাম তালুকদার, আব্দুর রব, মো. জিল্লুর রহমান খান, মো. সিদ্দিকুর রহমান, মাহমুদুল হক মামুন, খন্দকার মাহবুবুর রহমান, বিপ্লব হাসান হৃদয় প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সকলকে অভিনন্দন জানান জেলা প্রশাসক কাজী আবু তাহের।