নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের সকল জেলায় এ কার্যক্রম শুরু হয়। গত ১জুলাই থেকে ৩০ সেক্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান আলহাজ¦ ইলিয়াস কাঞ্চন ১জুলাই এ কার্যক্রমের উদ্ভোধন করেন। সেই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা শাখা ৩জুলাই জজ কোর্ট এলাকায় এই সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন। মঙ্গলবার সকালে উদিচী শরীয়তপুর জেলা শাখার সভাপতি কবি ও এ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রথমে সদস্য ফরম পূরণ করে এ কার্যক্রমের উদ্ভোধন করেন। এর সময় নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সভাপতি এড. মুরাদ মুন্সী এই ফরমটি গ্রহণ করেন। এর পরে ধারাবাহিকভাবে অনেকে সদস্য ফরম পূরণ করে জমা দেন। সংগঠনের সভাপতি এড. মুরাদ হোসেন মুন্সী জানান, শরীয়তপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত এ কার্যক্রম চলবে। তিনি আরো বলেন, এটি একটি মানব কল্যাণে সেবা মূলক সংগঠন। তাছাড়া এ সংগঠনের কার্যক্রমের জন্য বাংলাদেশ সরকার এ সংগঠনের চেয়ারম্যানকে একুশে পদকে ভূষিত করেছেন এবং ২২ অক্টোবর কে জাতীয় সড়ক দিবস হিসেবে ঘোষনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মোঃ হাসান মাসুদ খান, মোঃ এনামুল হক সোহেল মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান সুজন, মোঃ মিজানুর রহমান, মো. শাহিন মৃধা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সুমন, অর্থ সম্পাদক মোঃ আজিজুল হাকিম, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মহসিন রেজা, কার্যকারী সদস্য মোঃ রফিকুল ইসলাম তালুকদার, মো. কুদ্দুস, মোঃ জিল্লুর রহমান মোঃ খোরশেদ বাবু, মোঃ সিদ্দিকুর রহমান রনি, মোঃ আজমুল হোসেন প্রমূখ।
শরীয়তপুর নিরাপদ সড়ক চাই(নিসচা) কমিটির নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত।
July 3, 2018 , 9:47 pm