শরীয়তপুর প্রতিনিধি॥
শরীয়তপুর জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (১ জুলাই) বিকেল ৫টার দিকে শরীয়তপুর কোর্ট সংলগ্ন শরীয়তপুর জেলা নিরাপদ সড়ক চাই অস্থায়ী কার্যালয়ে এ আইডি কার্ড বিতরণ করা হয়।
আইডি কার্ড বিতরণে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) শাখার উপদেষ্টা আহসান উল্লাহ ইসমাইলী, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ মুন্সী, সাধারণ সম্পাদক সমীর চন্দ্র শীল, সহসভাপতি মো. ছগির হোসেন, এনামুল হক সোহেল মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান সুজন, মিজানুর রহমান, মো. শাহিন মৃধা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সুমন, অর্থ সম্পাদক আজিজুল হাকিম, প্রকাশনা সম্পাদক রাজন কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন রাজু, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মহসিন রেজা, কার্যকারী সদস্য রফিকুল ইসলাম তালুকদার, মো. কুদ্দুস, জিল্লুর রহমান, সুমন চন্দ্র দাস, আব্দুর রশিদ সরদার প্রমূখ।