রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:০৪

শরীয়তপুর পালং মডেল থানা পুলিশের কর্মতৎপরতায় চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আটক ০২ জন

March 15, 2020 , 12:18 am

শরীয়তপুর, প্রতিনিধি।।
সুপ্তা চৌধুরী।

শরীয়তপুর পালং থানাধীন দক্ষিণ মধ্যপাড়া গ্রামস্থ মনোহর বাজার জনৈক রাজ্জাক মোল্লার দোকানের সামনে পাকা রাস্তার পাশে হতে মোঃ আতিকুল ইসলাম (৩৮), পিতা-আবু বকর মোল্লা, সাং-চর পাতাং, থানা- পালং, জেলা-শরীয়তপুরের ইয়ামাহা কোম্পানির লাল রংয়ের ফেজার মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং- 2CL30023 63, চেচিস নং-2CL314055 61, রেজি নং- শরীয়তপুর ল-১১-১৪৫১ যাহার অনুমান মূল্য ২,৭৫০০০/- (দুই লক্ষ পচাত্তোর হাজার টাকা) ইং ১৩/০৩/২০২০ তারিখ বেলা অনুমান ০২:০০ ঘটিকার দিকে চুরি হয়ে যায়।

এমতবস্থায় মোঃ আতিকুল ইসলাম (৩৮) অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির এবং অজ্ঞাত ব্যক্তিদের সন্ধান না পেয়ে পালং থানায় এসে একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৮, তারিখঃ-১৩/০৩/২০২০ খ্রিঃ এবং এর পরবর্তীতে পালং মডেল থানা পুলিশের কর্মতৎপরতায় এসআই নিঃ মোঃ আশরাফুলের নেতৃত্বে একটি টিম চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি আসামী ১. সোহেল ঢালী(২৪), পিতা-মোতালেব ঢালী, সাং-মানোরদ্দিন মাদবর কান্দি, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুরকে গ্রেফতারপূর্বক তার স্বীকারোক্তি মতে মাগুরা থেকে অদ্য ১৪/০৩/২০২০ খ্রিঃ ও আসামী ২. আলীমুজ্জামান রথী (২৩), পিতা-আমিনুর রহমান, সাং-পারনন্দ আলী, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরার বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার সহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

Total View: 1286