
পৌর শহরের শরীয়তপুুর জেলা পুলিশ লাইন খালের দুই পাশের অবৈধ নয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়। বেলা তিনটা পর্যন্ত অভিযানে খালের দুই পাশের নয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এতে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্র।
এসময় তিনি বলেন, পুলিশ লাইন থেকে মনোহর বাজার মোড় পর্যন্ত খালের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নিতে মালিকদের নোটিশ দিলেও তাঁরা শোনেননি। ১নং খাস খতিয়ানে খাল শ্রেণীর ভূমির উপর অবৈধ ভাবে গড়ে ওঠা ৯ টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে সহযোগীতায় ছিলেন,পালং ভূমি অফিসের তহসিলদার শহিদুল ইসলাম ও পালং মডেল থানার এসআই সুজন।