রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:৫০

শরীয়তপুর বিডি ক্লিন এর উদ্যগে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

August 9, 2019 , 8:38 pm

শরীয়তপুর প্রতিনিধি ঃ
সুপ্তা চৌধুরী

বিডি ক্লিন শরীয়তপুর এর উদ্যোগে আজ ৯ আগস্ট সাকাল ১০ টায় ডিসি অফিস এবং এর আসে পাশ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
আজকের ইভেন্ট উদ্ভোদন করেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের এবং শফত বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট মুরাদ মুন্সী। এ ছাড়া পরিষ্কার কাজে নিয়োজিত ছিল বিডি ক্লিন শরীয়তপুরের সমন্বয়কারী এড. মাসুদুর রহমান সহ সমন্বয়কারী মসুদ খান সহ বিডি ক্লিন যোদ্ধারা।

প্রধান সমন্বয়কারী এডভোকেট মাসুদুর রহমান জানান, বিডি ক্লিন শরীয়তপুর প্রতি শুক্রবার শহরের বিভিন্ন স্থানে পরিস্কার পিরিচ্ছন্ন এর কাজ করেন সেচ্ছাশ্রম হিসাবে।

Total View: 2053