রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:৫০

শরীয়তপুর রেডক্রিসেন্টের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ।

May 14, 2020 , 6:49 pm

আব্দুল মোতালেব সুমনঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । শরীয়তপুর জেলা শিল্পকলা মাঠে ৫০০ পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ দুপুর ১২ টায় শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
এ সময় শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের,জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার , সদর উপজেলা নির্বাহি অফিসার মাহবুবুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের সেক্রেটারি এড. আলমগীর মুন্সী,জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান উজ্জল আকন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.জাহাঙ্গীর হোসেন,সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা,জেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর মৃধা,সাধারণ সম্পাদক মোঃ নুহুন মাদবর,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৭.৫ কেজি চাল, কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি।

Total View: 1681