রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:২২

শরীয়তপুর শিক্ষার্থীদের সচেতনতার লক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভা।

May 15, 2018 , 9:15 pm

মোঃ জাভেদ শেখ।।

দুর্নীতি করবো না,দুর্নীতি মানবো না দুর্নীতি সইবো না এই শ্লোগানকে সামনে রেখে ছাত্র- ছাত্রীদের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষে “দুর্নীতি বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।

১৫ মে মঙ্গলবার সকাল ১১ টায় সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের শ্রেণী কক্ষে দুর্নীতি দমন কমিশন,সজেকা,ফরিদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ বিলাল হোসেন।

এসময় সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের দাদ্বশ শ্রেণীর শিক্ষার্থী হ্যাপি আক্তার ও সৌদিয়া খানম দুর্নীতি বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী আবু তাহের, বিশেষ অতিথি সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম,ভাষা সৈনিক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন।

আলোচনায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতার সৃষ্টির লক্ষে কলেজের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে ধর্মীয় অনুশাসন মেনে চললে দুর্নীতি রোধ সম্ভব বলে মনে করেন। এবং সেই সাথে দুর্নীতি বিরোধী
আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ সিরাজুল হক। উপস্থাপনায় ছিলেন সুমাইয়া শিমু।

Total View: 2031