রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১২:৫৭

শরীয়তপুর শ্রমিক ইউনিয়নের আয়জনে জাতীয় শোক দিবস পালিত।

August 18, 2018 , 12:35 am

শরীয়তপুর শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

জাতীয় শোক দিবস ১৫ (আগস্ট) উপলক্ষে শুক্রবার ১৭ আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে শরিয়তপুর গ্লোরি তেলের পাম্পের পাশে মাঠে আলোচনা সভা ও দোয়া এবং গণভোজ অনুষ্ঠিত হয়েছে ।

শরীয়তপুর আন্তঃ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ চৌকিদারে সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর- ১ আসনের সংসদ সদস্য বি.এম মোজাম্মেল হক এমপি।

মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা হযরত আলী, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন কোতোয়াল, শ্রম বিষয়ক সম্পাদক আলি আজ্জম মাদবর, সদস্য আলহাজ্ব মোঃ সুলতান মুন্সী,শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম.এ মজলিস খান,সাধারণ সম্পাদক মাস্টার সেলিম আকন, কৃষি বিষয়ক সম্পাদক ফুজলুল হক মুন্সী, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়,শরীয়তপুর জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য মোঃ শাখাওয়াত হোসেন হাওলাদার, শরীয়তপুর জজ কোর্টের এ.পি.পি এড. পারভেজ রহমান জন,শরীয়তপুর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল ও অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক এমপি তার বক্তব্যে বলেন,শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ : “ঘরে ঘরে বিদ্যুৎ” বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে রূপকল্প ‘২০২১ সালের মধ্যে সবার জন্য সাশ্রয়ী মূল্যে মান সম্মত বিদ্যুৎ’ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিদ্যুৎখাতের মহাপরিকল্পনা প্রণয়ন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিদ্যুৎখাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যেই দেশের ৭৫ শতাংশ জনগোষ্ঠি বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। অবশিষ্ট ২৫ শতাংশ জনগোষ্ঠি আগামী ২০২১ সালের মধ্যেই বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে জাতীয় গ্রীডের আওতায় প্রায় ৯০ শতাংশ জনগোষ্ঠি বিদ্যুৎ সুবিধা ভোগ করবে। অবশিষ্ট ১০ শতাংশ জনগোষ্ঠি বিশেষ করে দ্বীপাঞ্চল ও চরাঞ্চলের জনগণ সৌর বিদ্যুতের আওতায় আসবে।

Total View: 2008