রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:১১

শরীয়তপুর সদর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি।

July 23, 2019 , 11:07 pm

শরীয়তপুর সদর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগেের কমিটি বিশাল শো-ডাউনসহ বর্নাঢ্য র‌্যালি ও জেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে এক বিশাল আলোচনা সভার আয়োজন গ্রহন করেছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু এমপি, সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক শরীয়তপুর পৌর মেয়ের আব্দুর রব মুন্সী

এদিকে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজতজয়ন্তীকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ঢাকা- শরীয়তপুর মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক ও উপজেলা প্রশাসনের আশপাশের সড়কে নানা রং বেরং পোষ্টার, ফেস্টুন ও বিলবোর্ড ঝুলানো হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ সরদার জানায় আলোচনা সভায় বক্তব্য রাখবেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ তাইজুল সরকার সহ প্রমুখ।

Total View: 2427