রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:২২

শরীয়তপুর সাংবাদিক সমিতি,ঢাকার সভাপতি বেনজির সম্পাদক আজম

June 11, 2022 , 12:04 am

নিজস্ব প্রতিবেদক,

শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার (২০২২-২৩) মেয়াদে কমিটির
সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজির আহমেদ (বাংলাভিশন) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম( আমার সংবাদ)।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার এক রেস্টুরেন্ট দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদ্য কমিটির ঘোষণা করা।

শরীয়তপুর সাংবাদিক সমিতির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রোজিনা ইসলাম (প্রথম আলো),রেজাউল হক রেজা (আনন্দ আলো),মনির হোসেন, (দৈনিক নয়া দিগন্ত) শাহাদাৎ হোসেন শাহীন ( দৈনিক গণমুক্তি)
,সৈয়দ আবদুল গাফফার তপন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)।

যুগ্ম সাধারন সম্পাদক ফারহানা যুথী (ডিবিসি)
,,এফ রহমান রূপক (দৈনিক গণমুক্তি)।

সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মামুন (সময় টেলিভিশন),
সহ-সাংগঠনিক মাহবুব আলম (ডেইলি সান), জামাল উদ্দিন (বাংলাভিশন),দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (আমার সংবাদ) ,সমাজ কল্যাণ সম্পাদক বিষয়ক,
খলিলুর রহমান জুয়েল (এটিএন বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক বিষয়ক জাফর আহমেদ (ডেইলি বাংলাদেশ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিষয়ক রাজিবুল ইসলাম (নাগরিক টেলিভিশন), আইন বিষয়ক সম্পাদক এমরুল হাসান বাপ্পী( দ্য ডেইলি স্টার) নারী বিষয়ক সম্পাদক জাকিয়া আহমেদ (দৈনিক বাংলা)।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক চঞ্চল (দৈনিক যুগান্তর),আতাউর রহমান (দৈনিক সমকাল) আব্দুস সালাম (প্রথম আলো),মহসিন বেপারী (বাসস) হাবিবুর রহমান পলাশ (দৈনিক দেশরুপান্তর),মহিউদ্দিন তুষার (দৈনিক গণমুক্তি)

এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুইটি পদ শূন্য রাখা হয়েছে।

এর আগে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি (দৈনিক যুগান্তর সিনিয়র রিপোর্টার) মোজাম্মেল হক চঞ্চল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক (দৈনিক সমকাল প্রত্রিকার সিনিয়র রিপোর্টার) আতাউর রহমানের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এমডি বিএম ইউসুফ আলী।

Total View: 946