রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১২:৪০

শরীয়তপুর সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

August 28, 2021 , 11:09 pm

জার্নাল প্রতিবেদকঃ জাতীয় শোক দিবস উপলক্ষে সাহিত্য সংগঠন শরীয়তপুর সাহিত্য সংসদের উদ্যোগে শরীয়তপুরে আলোচনা সভা ও কবিতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল শরীয়তপুর আইনজীবীর সমিতির ৩২২নং কক্ষে এ্যাড. মুরাদ হোসেন মুন্সীর চেম্বারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি শিশু সাহিত্যিক সুপান্থ মিজান এর সঞ্চালনায় সহ-সভাপতি এস এম সফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও লোকজ গবেষক শ্যাম সুন্দর দেবনাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সাহিত্য সংসদের উপদেষ্টা ও জাতীয় সাহিত্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশিষ্ট আইনজীবী কবি মির্জা হযরত সাইজী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুবউন্নয়ন অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক কবি মোঃ কামাল উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, শরীয়তপুর জেলা শাখার সভাপতি এ্যাড.মুরাদ হোসেন মুন্সী।
আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শরীয়তপুর সাহিত্য সংসদ এর নির্বাহী সদস্য ও জাতীয় সাহিত্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল শাহ, কবি খান মেহেদী মিজান, কবি রুদ্র রহমান, কবি সব্যসাচী নজরুল, কবি মহসিন আলী, কবি মনির আহম্মেদ, কবি রফিক উসমান, কবি ইয়াছিন আযিয, কবি ইশতিয়াক আতিক, কবি জসিম আহম্মেদ, কবি এ এইচ নান্নু, কবি হোসাইন মোহাম্মদ আরিফ, কবি সুলতান মাহমুদ, কবি হাসান মাহমুদ, কবি রতন বিশ^াস, ফজলুর রহমান, মোঃ জিল্লুর রহমান, কবি স্বপন মাঝি, কবি শাহিন শাহ, কবি আসিফ ইকবাল, কবি আবুল কালাম, কবি আমিন মোহাম্মদ, মোঃ বারেক।
অনুষ্ঠানে ইতিহাসের রাখাল রাজা, মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জীবন ও কর্মের উপর আলোচনা ও কবিতা পাঠ করা হয় এবং ১৫ই আগষ্টে ঘাতকের নির্মম বুলেটে শাহাদত বরণকারী শহীদদের ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Total View: 1321