১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি গণহত্যার প্রতিবাদে ১ মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি সারা দেশের ন্যায় পালন করেছে বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ শরীয়তপুর জেলা শাখা ।
সোমবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয় ।
একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই নির্মমতা স্মরণ করে এই কর্মসূচি।
এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকলীগের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম সরকার,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল,জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন ও সংগঠনের কর্মিরা।