রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:১৪

শরীয়তপুর ১অাস‌নে প্রচারনায় নতুন চমক আদ‌রের ভোট প্রার্থনা।

December 12, 2018 , 11:14 pm

শরীয়তপুর ১আস‌নে আওয়ামীলীগ প্রার্থী জনাব ইকবাল হো‌সেন অপুর একমাত্র পুত্র সন্তান আদর বাবার জন্য মা‌ঠে নে‌মে‌ছেন ভোট চাই‌তে । সা‌থে র‌য়ে‌ছেন আদ‌রের মাও । সাধারন ভোটাররা এ প্রচারনা‌কে এবা‌রের নির্বাচ‌নে নতুন চমক হি‌সে‌বে দেখ‌ছেন ।
য‌দিও এই নির্বাচ‌নে বি‌রোধী দ‌লের কোন প্রচারনা দেখা যা‌চেছ না । তাছাড়া ইকবাল হো‌সেন অপুর বিজয় অ‌নেকটা নি‌শ্চিত , তবুও তার সন্তা‌নের এ প্রচারনা ভোটাররা অন্যভা‌বে উপ‌ভোগ কর‌ছে ।

 

 

এবং ইকবাল হোসেন অপু নিজেও আজ শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউপির পরিষদ মাঠে,বিনোদপুর গইয়াতলা বাজারে, চন্দ্রপুর বাজারে , মাহমুদপুর বাজারে, চিকন্দী স্কুল মাঠে ও ডোমসার স্কুল মাঠে আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনি আলোচনা সভা করেছেন।

কেন্দ্রীয় আওয়ামী লী‌গের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সদস্য ও শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিভিন্ন সভায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত ১০ বছরে দেশে উন্নয়নের জোয়ার উঠেছে। বিগত যেকোনো সরকারের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্টোরেলসহ বড় বড় উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখতে আগামী ৩০ তারিখ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

ইকবাল হো‌সেন অপু আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে, আদর্শিক রাজনীতি করে। বিগত ১০ বছ‌রে দে‌শের রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। এমন কোনো গ্রাম নেই সেখানে রাস্তা করা হয়নি। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছেছে। বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় বলেই এসব সম্ভব হয়েছে। তাই দেশের ও নিজেদের উন্নয়নের ভাগ্যযাত্রা অব্যাহত রাখতে ৩০ তারিখ নৌকায় ভোট দিতে হবে।

এ সময় প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন- শরীয়তপুর পৌরসভার সা‌বেক মেয়র ও জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি আব্দুর রব মুন্সী। বিশেষ অতিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন-  সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল হা‌সেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. র‌ফিকুল ইসলাম কো‌তোয়াল,জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও শরীয়তপুর জজ কোর্টের জিপি আলহাজ্ব এ্যাডভোকেট আলমগীর মুন্সী, জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও জেলা প‌রিষদ সদস্য কামরুজ্জামান উজ্জল আখন্দ, জেলা যুবলী‌গের সভাপ‌তি এম.এম জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক মো. নুহুন মাদবর, সদর উপ‌জেলা প‌রিষদ সা‌বেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, সা‌বেক কেন্দ্রীয় ছাত্রলী‌গ নেতা স‌রোয়ার হো‌সেন বাবুল তালুকদার, শরীয়তপুর পৌরসভা প্যা‌নেল মেয়র মো. বাচ্চু বেপারী, জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সভা‌নেত্রী সা‌মিনা ইয়াস‌মিন।

এ সময় শরীয়তপুর জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা ডাবলু তালুকদার, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগ নেতা র‌মিজ উদ্দিন শরীফ, জেলা ছাত্রলী‌গের আহবায়ক মো. মহ‌সিন মাদবর, যুগ্ম আহবায়ক রা‌শেদুজ্জামান রা‌শেদ, ‌জেলা ছাত্রলী‌গের নেতা সবুজ তালুকদার প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন ।

Total View: 1929