রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           শুক্রবার,  ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  রাত ২:৪৭

শরীয়তপু‌রে যাত্রীবাহী বাস খাদে সাংবা‌দিকসহ আহত ১২

October 18, 2017 , 3:15 pm

accidentশরীয়তপুর জার্নালঃ

শরীয়তপু‌রের জা‌জিরা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সাংবা‌দিকসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। ঢাকা-শরীয়তপুর মহা সড়কের জা‌জিরা উপজেলার রুববাবুরহাট সংলগ্ন রা‌জিয়ার মোড় এলাকায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জা‌জিরা উপজেলার মা‌ঝিরঘাট থে‌কে ১২ জন যাত্রী নি‌য়ে দ্রুতগামী সি‌টিং সা‌র্ভিস এক‌টি বাস জেলা শহরে ফিরছিলেন। পথে রা‌জিয়ার মোড় এলাকায় পৌঁছালে দ্রুত বাস চালা‌নোর কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা মাছরাঙা টে‌লি‌ভিশ‌নের শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি মো. ক‌বিরুজ্জামানসহ ১২জন যাত্রী সক‌লেই আহত হন।

জা‌জিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাস খাদে পড়ার খবর পেয়ে পুল‌িশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোক‌দের সহ‌যোগীতায় খাদে পড়া বাসটির সকল যাত্রী‌কে উদ্ধার করে তারা। আহত‌দের জা‌জিরা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভর্তি করা হ‌য়ে‌ছে। আহতদের মধ্যে মাছরাঙা‌ টে‌লি‌ভিশ‌নের শরীয়তপুর প্র‌তি‌নি‌ধির ‌বোন নিপা আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

Total View: 1769