রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:৪৪

শরীয়তপু‌রে সিএন‌জি চালিত অটো‌রিকসার নিবন্ধন পাওয়ায় ডি‌সি-এস‌পি‌কে ফু‌লের শু‌ভেচ্ছা

November 21, 2019 , 8:29 pm

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ
সুপ্তা চৌধুরী।

শরীয়তপু‌রে সিএন‌জি চালিত অটো‌রিকসার নিবন্ধন পাওয়ায় শরীয়তপুর জেলা প্রশাসক (ডি‌সি) জনাব কাজী আবু তা‌হের ম‌হোদয় ও পু‌লিশ সুপার (এস‌পি) জনাব আব্দুল মো‌মেন ম‌হোদয়‌কে ফু‌লের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন শরীয়তপুর জেলা ‌সিএন‌জি অটো‌রিকসা শ্র‌মিক ইউনিয়ন। গত ১৪ ন‌ভেম্বর বৃহস্প‌তিবার তা‌দের এ ফু‌লের শু‌ভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, শরীয়তপুর জেলা সিএন‌জি অটো‌রিকসা শ্র‌মিক ইউনিয়নের সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট আজিজুর রহমান রোকন, সাধারণ সম্পাদক খান এ মামুন (রু‌বেল)সহ অন্যান্য সদস্যবৃন্দ।

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার ফ‌রিদপুর শ্রম দপ্তরের উপপ‌রিচালক মো. শ‌ফিকুল ইসলাম শরীয়তপু‌র জেলা সিএন‌জি চালিত অটো‌রিকসার নিবন্ধন দেন। বাংলা‌দেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৮৯ এবং বি‌ধি ১৭২(২) অনুযায়ী ট্রেড ইউনিয়ন/‌ফেডা‌রেশন/কন‌ফেডা‌রেশন হি‌সে‌বে এ নিবন্ধন দেন। যার রে‌জি‌স্ট্রেশন নম্বর ফ‌রিদপুর/০৫।

Total View: 2365