রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:১৪

শরীয়তপু‌রে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ।

September 12, 2018 , 8:34 pm

শরীয়তপু‌রে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপু‌রে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক আব্দুস ছালাম খান এ রায় দেন।

 

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপ‌জেলার মধ্য চরোসু‌ন্ধি গ্রামের রেজাউল ক‌রিম সুজন তালুকদার (২৪)সাইফুল ইসলাম পেদা (২২), ও দুলাল মাদবর (২২।

 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ আগস্ট রোববার বি‌কেল ৪ টার দিকে পৌরসভার দ‌ক্ষিণ বালুচড়া গ্রামের ইসাহাক মোল্লার স্ত্রী সামসুন নাহার তানু‌ প্রাইভেট পড়‌তে যা‌বে ব‌লে বাসা থে‌কে বের হয়। বা‌ড়ি ফিরে না আসায় পালং ম‌ডেল থানায় সাধারণ ডায়রি করা হয়। প‌রে রেজাউল ক‌রিম সুজন তালুকদার‌কে আটক ক‌রে পু‌লিশ।

 

প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে সুজন স্বীকার ক‌রে, তানু‌কে সাইফুল ইসলাম ও দুলাল ফুস‌লি‌য়ে নি‌য়ে যায়। প‌রে তানু‌কে বি‌ভিন্ন স্থা‌নে নি‌য়ে রেজাউল ক‌রিম সুজন তালুকদার ধর্ষণ করে। এরপর তিনজন মিলে ১৮ আগস্ট সোমবার সদর উপজেলার ধানুকা গ্রামের নাসির উদ্দিন কালু সরদা‌রের বা‌ড়ির পেছ‌নের বাগা‌নে তানু‌কে হত্যা করে। প‌রে মর‌দেহ ইট বেঁধে পা‌শের ডোবায় কচু‌রি পানায় ডু‌বি‌য়ে রা‌খে। ২২ আগস্ট শুক্রবার পু‌লিশ তানুর মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতা‌লে পাঠায়।

 

তানুর ভাসুর আবুল কা‌শেম মোল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচারক ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে এই রায় দেন। ত‌বে রেজাউল ক‌রিম সুজন তাল‌ুকদার জা‌মিন নি‌য়ে পলাতক রয়েছে।

Total View: 2051