রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           বুধবার,  ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ,  সন্ধ্যা ৭:০৬

শীতের শুরুতে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসন

November 16, 2023 , 7:39 pm


শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর শহরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন শরীয়তপুর জেলা প্রশাসন ।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত শরীয়তপুর শহরের ধানকা,তুলাসার,চৌরঙ্গী মোড়, শিল্পকলাএকাডেমি, আদালত চত্তর সহ পালং বাজারের ফুটপাথের ওপর আশ্রয় নেয়া একাধিক দরিদ্র মানুষের হাতে রাস্তায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন। শীতের শুরুতে এসব আশ্রয়হীন মানুষ কম্বল পেয়ে অত্যন্ত খুশি হন।অসহায়, হত-দরিদ্র জনগোষ্ঠি প্রশাসনের এমন মহতি উদ্যোগ দেখে জনপদে প্রশংসায় মূখরিত হয়েছে। স্বস্তিবোধ করেছেন শীতার্তরা।

এসময়ে শীতবস্ত্র তুলে দেয় শরীয়তপুর জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি চন্দ্র বিকাশ।

যানাযায় আজ বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারনে শীতের প্রকোপে শুরু হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর জেল প্রশাসন জনপ্রতিনিধির ভূমিকায় দুঃস্থ ও অসহায়-দরিদ্র জনগোষ্ঠির দৌড় গোড়ায় তাদের কাছে গিয়ে স্বচোখে শীতার্তদের কষ্ট প্রত্যক্ষ করেন এবং নিজ হাতে ছিন্নমূল, মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে, বয়োঃবৃদ্ধ ও দরিদ্রদের গায়ে গরমের পরশ জড়িয়ে দেন।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি চন্দ্র বিকাশ জানান,আমরা সমাজের সুবিধা বন্চিত মানুষের মাঝে শীতের কম্বল শীতের শুরুতেই পৌছানোর চেস্টা করছি। তারই অংশ হিসেবে আজ সন্ধ্যায় ছিন্নমূল ও ভবঘুরে মানুষ যাদের কোন আত্মীয় স্বজন নেই তাদের কাছে পৌছানোর চেস্টা করছি।

Total View: 51