রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:৩৩

শেখ হা‌সিনা এমন একজন প্রধানমন্ত্রী যি‌নি মেধায়, সততায় বি‌শ্বের সেরা

January 26, 2020 , 3:26 pm

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ
সুপ্তা চৌধুরী।

পা‌নিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ব‌লে‌ছেন, শেখ হা‌সিনা এমন একজন প্রধানমন্ত্রী যি‌নি মেধায়, সততায় বি‌শ্বের সেরা। ‌যি‌নি সমগ্র বিশ্ব‌কে নেতৃত্ব দি‌তে পা‌রেন। আগে বছ‌রের ৫/৬ মাস পর্যন্ত শিক্ষার্থীরা পুরোনো বই এর গন্ধ শুক‌তো। আর শেখ হা‌সিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বছরের প্রথম দিন শিক্ষার্থীরা নতুন বই পায়। বছ‌রের প্রথম ‌দিন শিক্ষার্থী‌দের হাতে ৩৮ কো‌টি টাকা বই দি‌য়ে‌ছে প্রধানমন্ত্রী। শুধু তাই নয় প্র‌তি‌টি স্কু‌লে শেখ হা‌সিনা ল্যাব আছে । শেখ হা‌সিনার দেশ, পেছা‌বে না বাংলাদ‌েশ।

শনিবার (২৫ জানুয়া‌রি) দুপুর দেড়টার দি‌কে শরীয়তপু‌রের ন‌ড়িয়ায় অব‌স্থিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠা‌নে এসে তি‌নি এসব কথা ব‌লেন।

উপমন্ত্রী ব‌লেন, বাংলা‌দে‌শের মে‌য়েরা এগি‌য়ে যা‌চ্ছে। পু‌লি‌শ, সেনাবাহিনী‌তে যা‌চ্ছে মে‌য়েরা। না‌রীর উন্নয়‌নে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখ‌ছেন প্রধানমন্ত্রী। পুরু‌ষদের কাঁধে কাঁধ রে‌খে নারীরা এগি‌য়ে যা‌চ্ছে।

‌তি‌নি আরও ব‌লেন, বাংলা‌দেশ এগি‌য়ে যা‌চ্ছে। ১০০ বছর পর বাংলা‌দেশ কেমন হ‌বে, সেই প‌রিকল্পনা ক‌রে‌ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ডিজিটাল বাংলা‌দেশ গড়ার ল‌ক্ষ্যে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়া‌জেদ জয় কাজ কর‌ছে। বাংলা‌দে‌শের মা‌টি বঙ্গবন্ধুর ঘা‌টি। বঙ্গবন্ধু য‌দি না হ‌তো বাংলা‌দেশ হ‌তো না। মন্ত্রী, এম‌পি, ডি‌সি হ‌তো না ।

এ সময় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ গভা‌র্নিং ব‌ডির প্রতিষ্ঠাতা সভাপ‌তি ও সাবেক আইজিপি একেএম শহিদুল হকের সভাপতি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্চের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তা‌হের, পু‌লিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হকসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সিভিল প্রশাসন ও অবিভাবক প্রমূখ। এছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিতে চলচ্চিত্রের নায়ক জায়েদ খান, মনোয়ার হোসেন ডিভজল, মাসুদ পারভেজ রুবেলসহ শিল্পী সমিতির অনেকে উপস্থিত ছিলেন।

Total View: 1340