১৫ আগস্ট বিকেল ৫ টায় গঙ্গানগর বাজারে ইউনিয়নের সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। স্থানীয়রা জানান,শৌলপাড়া ১ নং ওয়ার্ড মেম্বার মাদক ব্যবসায়ী হারুন মোল্লা ও গোলাম হোসেন এলাকার ছোট,বড় সব বয়সের মানুষের হাতে মাদক তুলে দিচ্ছে। এদের কারনে গঙ্গানগরকে মানুষ মাদকের অভয় আরন্য হিসেবে পরিচিতি হয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ী হারুন মোল্লা একজন এলাকার ত্রাশ। সে প্রকাশ্যে গঙ্গানগর বাজারে পিস্তল উচিয়ে গুলি করার রেকর্ড রয়েছে। থানায় তার নামে মাদক সহ অস্র মামলা রয়েছে। হারুন মোল্লার সহ যোগী গোলাম হোসেন আগে ভাড়ায়য় মটর সাইকেল চালাতো। এখন সে হারুন মোল্লার সহযোগী হয়ে এলাকায় মাদকের ব্যবসা করছে।
এলাকাবাসীর দাবী মাদক ব্যাবসায়ী হারুন মোল্লা ও গোলাম হোসেনের দৃষ্টান্ত মূলক শাস্তি হোক।
এসময় বক্তব্য রাখেন,জাজিরা উপজেলা সিনিয়র সহসভাপতি মুক্তার হোসেন বিপুল কাজী ও যুবলীগ নেতা সরুজ মোল্লা প্রমুখ।