রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:১৫

সদ্য নিয়োগপ্রাপ্ত ২৩ জন ক্যাডেট পুলিশ সাব-ইন্সপেক্টর (নিঃ) কে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

June 7, 2020 , 2:08 pm

শরীয়তপুর প্রতিনিধিঃ
সুপ্তা চৌধুরী

শরীয়তপুরে জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার (৭জুন) সকাল ১১ টায় পুলিশ লাইন্স বহিরাগত ক্যাডেট পুলিশ সাব-ইন্সপেক্টর (নিঃ) পদে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলার ২৩ জনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার জনাব এস. এম. আশরাফুজ্জামান।

তিনি সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানসহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন সবাইকে ভালো আচরন করতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, জনগণের আস্থার পুলিশ হতে হবে। ট্রেনিংয়ে অনেক কষ্ট হবে এজন্য সকলকে ধৈর্যশীল হতে হবে।

এছাড়াও সকলকে করোনা ভাইরাসের প্রতিরোধ ও চিকিৎসাসহ বহিরাগত শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (নিঃ) প্রশিক্ষণে প্রেরনের পূর্ব প্রস্তুতি ও পুলিশ ট্রেনিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে নির্দেশনা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জনাব তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরীয়তপুর, জনাব ড. মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, শরীয়তপুর, জনাব মোঃ সিরাজুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, শরীয়তপুর, মোঃ মতিউর রহমান, আরও-১, রিজার্ভ অফিস, পুলিশ লাইন্স, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Total View: 1436