রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:৪৪

সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

March 25, 2021 , 4:33 pm

নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দুপল্লীতে সন্ত্রাসী আগ্রাশন, অগ্নিসংযোগ, লুটপাট, বসতগৃহ ভাংচুর, মন্দির ভাংচুর, নারী-পুরুষদের উপর বর্বরোচিত নির্যাতন এর প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা ও শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট ও জগন্নাথ মন্দির শরীয়তপুর জেলা শাখার যৌথ উদ্যোগ ও আয়োজনে বৃহস্পতিবার (২৫শে মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে শরীয়তপুর জেলার প্রানকেন্দ্র জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মন্মথ কুমার দাস, অনিক ঘটক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ ঘোষ, মিহির চক্রবর্তী, কমল কৃষ্ণ সাহা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিরঞ্জন সরকার, পালং হরিসভার ভারপ্রাপ্ত সভাপতি সুশীল চন্দ্র দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্যামসুন্দুর দেবনাথ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোর দে, সাধারণ সম্পাদক গোবিন্দ দত্ত নড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন ব্যানার্জী, জাজিরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মন্ডল, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সমীর চন্দ্র শীল, সদস্য সচিব রুপক চক্রবর্তী, যুগ্ম আহবায়ক সৈকত ভট্টাচার্য, নিলয় ভাট্টাচার্য, রিপন সাধু, বাংলাদেশ হিন্দু মহাজোট শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব হেমন্ত দাস, এডভোকেট রাধারাণী সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দুপল্লীতে সন্ত্রাসী আগ্রাশন, অগ্নিসংযোগ, লুটপাট, বসতগৃহ ভাংচুর, মন্দির ভাংচুর, নারী-পুরুষদের উপর বর্বরোচিত নির্যাতনের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে অতিদ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Total View: 1229