ঈদের আনন্দ শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে শরীয়তপুরে সরকারি শিশু পরিবারের ৩১ জন এতিম শিশুকে নতুন পোষাক ও কিছু নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু।
শরীয়তপুর ধানুকায় অবস্থিত সরকারি শিশু পরিবারের মাঠে বাংলাদেশ ছাত্রলীগের সহ- সভাপতি ফাহাদ হোসেন তপুর সভাপতিত্বে রবিবার দুপুর ২ টায় এ পোষাকগুলো বিতরণ করেন
এসময়ে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃমহাসিন মাদবর, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম বাবু, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি আসাদুজ্জামান শাওন,সোহেল খন্দকার, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদউজ্জামান সিকদার ,শরীয়তপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার, শরীয়তপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহান এবং বাবুল সরদার অভি,সাজ্জাদ হোসেন সয়ন