শরীয়তপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পঞ্চম জেলা সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় নূর হোটেল এন্ড রেস্তোরায় সুজন এর জেলা কমিটি এ সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সুজন এর জেলা কমিটির সাবেক সভাপতি আহসান উল্লা ইসমাঈলী। কাজী নজরুল ইসমামের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফনিন্দ্র নাথ রায়, ওবায়েদুর রহমান, জাহাঙ্গীর আলম বাবুল, এডভোকেট আজিজুর রহমান রোকন, এডভোকেট মুরাদ হোসেন মুন্সী, নজরুল ইসলাম রিপন প্রমূখ।
বক্তব্য শেষে আহসান উল্লা ইসমাঈলী, জাহাঙ্গীর আলম বাবুল, এডভোকেট আজিজুর রহমান রোকন, এডভোকেট মুরাদ হোসেন মুন্সী ও নজরুল ইসলাম রিপনদের সমন্বয়ে বিষয় নির্ধারণ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বিষয় নির্ধারণ কমিটি ২১ সদস্য বিশিষ্ট সুজন এর শরীয়তপুর জেলা কমিটি ঘোষনা করেন।
শরীয়তপুর জেলায় আগামী ২ বছর সুজন এর যে কমিটি নাগরিক অধিকার বাস্তবায়নে নের্তৃত্ব প্রদান করবেন তার সভাপতি আহসান উল্লাহ ইসমাঈলী, , সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবুল, ফনিন্দ্র নাথ রায়, মাহবুব রশিদ রিপন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল, সমীর চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদুজ্জামান, কোষাধক্ষ্য আ. সালাম ঢালী, প্রচার সম্পাদক হাজী বশির আলম হেলাল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিপুন কৃষ্ণ মালো, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা আহসান ইসমাঈলী ও কার্যকরী সদস্য হলেন এডভোকেট আলী আহম্মদ খান, এডজভোকেট আজিজুর রহমান রোকন, এডভোকেট মুরাদ হোসেন মুন্সী প্রমূখ।
নব গঠিত সুজন এর কমিটি সম্পর্কে বক্তারা বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। এ কমিটি নাগরিক অধিকার বাস্তবায়ন করতে পারবে। এ কমিটির পথ সুদৃর হবে এবং এ কমিটি অনেক দূর এগিয়ে যাবে।