রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১২:৫৮

সোজা’র পক্ষ থেকে শরীয়তপুর পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা প্রদান!

August 26, 2019 , 2:43 pm

শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন কে শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (সোজা)’র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের কক্ষে এই ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এই সময় পুলিশ সুপারের হাতে সোজার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির কপি তুলে দেয় জেলা কমিটি।
পুলিশ সুপারের কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মুহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত, ডিআইওয়ান মো. আজহারুল ইসলাম, পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন, নড়িয়া থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ, সখিপুর থানার ওসি মো. এনামুল হক, গোসাইরহাট থানার ওসি সেলিম রেজা, ডামুড্যা থানার ওসি মো. মেহেদী হাসান, ভেদরগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম।
এ সময় শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের (সোজা) সভাপতি শরীয়তপুর জার্নালের সম্পাদক অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক জাগোনিউজ২৪.কম ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি মো. ছগির হোসেন, সহসভাপতি দৈনিক বর্তমান ও দৈনিক হুংকার প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক রুপক চক্রবর্তী, সহসাংগঠনিক সম্পাদক মানবাধিকারপ্রতিদিন.কমের সমীর চন্দ্র শীল, দফতর সম্পাদক অপরাধবার্তা.কমের মুহসিন রেজা রিপন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভোরেরসংবাদ.কমের প্রতিনিধি সুপ্তা চৌধুরী, অর্থবিষয়ক সম্পাদক রুদ্রবার্তা.নেটের আনিছুর রহমান, সদস্য দৈনিক নতুন সময় পত্রিকার ও শরীয়তপুর পরিক্রমা.কম এবং সংবাদ বাংলাদেশ.কমের শরীয়তপুর প্রতিনিধি এস এম জীবন রায়হান, সময়েরআলো.কমের মিজানুর রহমান প্রমূখ ।

Total View: 2075