
দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। ভাসমান ক্রেনের সাহায্যে বহণ করে আনা সুপার স্ট্রাকচার(স্প্যান) ৩৭ ও ৩৮ নং পিললারের উপর বসানো হয়ছে। শনবিার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পিলারের উপর উচ্চতায় এনে বসানো হয় স্প্যান। এর আগে গত দুইদিন পিলারের উপর বেয়ারিংয়ের কাজ ও পিলারের কাছে ড্রেজিং করা হয়। স্প্যান বসানো দেখতে জাজিরা প্রান্তে সেতে মন্ত্রী ওবায়দুল কাদরে আসবে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের পাবলিক রিলেশন অফিসার শেখ ওয়ালিদ। এছাড়াও তিননি জানান, সম্পুর্নরুপে সুপার স্ট্রাকচারটি বসাতে আরো সময় লাগবে। পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার সাথে জড়িত থাকতে পেরে আনন্দের জোয়ার বইছে দেশে বিদেশি প্রকৌশলীসহ সংশ্লষ্টিদের মাঝে। পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, দেশি বিদেশি কর্মরত প্রকৌশলীরা ও খুবই আনন্দিত, তাদের অক্লান্ত পরিশ্রম এবং মধোর কারনে পদ্মা সেতু দৃশ্যমান হয়ছে। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজ অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ।