সমীর চন্দ্র শীলঃ সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের দেখতে শরীয়তপুর সদর হাসপাতালে ছুটে যান নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা কমিটি। নিরাপদ সড়ক চাই (নিসচা)র কেন্দ্রীয় কমিটির উপদষ্টো ডঃ আলমগীর মতি নিহত ৩ পরিবারের জন্য সাময়িক তিন হাজার টাকা বরাদ্দ করেন। এ সময় কেন্দ্রীয় উপদষ্টো ডা. আলমগীর মতির পক্ষে নিসচা শরীয়তপুর জেলা কমিটি উক্ত টাকা নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করেন। নিহতদের স্বজনদের পক্ষে উক্ত টাকা বুঝে নেন স্থানীয় চেউটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ এনামুল হোসেন। এসময় নিসচা জেলা কমিটি আহতদের চিকিৎসার খােঁজ খবর নেন। এ সময়ে উপস্থতি ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সভাপতি এড. মুরাদ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক সমীর চন্দ্র শীল, সহ-সভাপতি হাসান মাসউদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মোঃ শাহিন মৃধা।
উল্লেখ্য যে, গতকাল শরীয়তপুর সদর উপজেলায় ধান ভর্তি একটি ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়ছেনে। এ সময় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল রাত ৯:৩০টার দিকে শরীয়তপুর সদর পৗেরসভার ৬নং ওয়ার্ডের কানার বাজার সংলগ্ন খেলসি এলাকায় এদুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মাে. রহমত হােসেন (৪০), নাঈম হােসেন (২৫) ও ইদ্রিস (৬০)। আহত পাঁচজন হলেন- মাে. হামেদ (৩৫), মাে. রবিউল ইসলাম (১৯), ইসমাইল (৩০), মালেক (৬০), শরিফুল (৪০)। শ্রমিকরা সকলেই সাতক্ষীরা জেলার আশাসনি উপজলোর চেচুয়া এলাকার বাসিন্দা। শ্রমিকদের মধ্যে খায়রুল ইসলাম জানান, গত ২৪ এপ্রিল তারা ১২ জন শ্রমিক সাতক্ষীরা থেকে ধান কাটতে শরীয়তপুরের আচুড়া গ্রামে বাবু ঢালীর বাড়িতে যান। ধান কাটা শেষ করে আজ (শনিবার) রাতে শরীয়তপুরের কানার বাজার থেকে ট্রাকে করে ধান নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথের মধ্যে এ র্দুঘটনা ঘটে।