রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ৩:০৩

৪০০টি পরিবারের মাঝে খাবার দিলেন জাগো বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সবুজ খান।

April 3, 2020 , 7:51 pm

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ৪০০টি প্যাকেট খাবার দিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা জাগো বাংলাদেশ ফাউন্ডেশন ।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকার হাতির ঝিলে দিনব্যাপী এই কার্যক্রম করেন জাগো বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা নায়ক সাকিব খানের মেক-আপ ম্যান সবুজ খান ও জাগো।
এবিষয়ে সবুজ খান জানান, করোনা মোকাবেলার জন্য মানুষদের ঘর থেকে বের হতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে অভাবি মানুষরা বিপাকে পড়েছেন। মানবিক দিক বিবেচনা করে জাগো বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় অভাবি মানুষদের খাবার বিতারণ করা হচ্ছে।

Total View: 1576