রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:০৮

শরীয়তপুর জেলা দায়রা জজ কোর্ট ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের চরম দূরভোর্গ

June 12, 2017 , 1:57 pm

IMG_20170612_194938

জেলা প্রশাসক কার্য ালয় ও কোর্টের ভিতর যাওয়ার জন্য দুইটি মাত্র রাস্তা যা সামান্য বৃষ্টি পাতে জলাবদ্বতা সৃষ্টি হয়ে থাকে আর তৈরী হয় ভুরি ভুরি কাদা । সড়কটি সংস্কারের অভাবে, সামান্য বৃষ্টিপাতে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ে। জেলা প্রশাসকের কার্যালয় ও কোর্টের ভিতর চির চেনা এই জায়গা টা একটু বৃষ্টি পাতে হয় বড়ই অচেনা। এ যেনো যুদ্ব কবলিত এলাকার রাস্তা। সাধারন মানুষ সহ প্রতি নিয়ত এই রাস্তা দিয়ে কোর্টের ষ্টাফ ,জেলা প্রশাসক কার্যলয়ের ষ্টাফ,অাইনজীবি, এবং কোর্ট পুলিশ সহ অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শত শত মানুষ যাতায়েত করে। ফলে সাধারন মানুষ সহ অফিস গামী মানুষের ভোগান্তীর শেষ নাই , যেন দেখার কেউ নাই। সব কিছুর মুলেই অগোছানো প্লোনিং,নেই কোন পানি নিস্কাষনের ব্যবস্থা।
এবিষয়ে ভুক্ত ভুগি এডভোকেট আসিফ হসান সেজান বলেন, এখানে জেলা প্রশাসকের কার্যালয়, কেন্দীয় মফেজ খানা, জেলা দায়রা জজ কোর্ট সহ প্রায় ১২ টির মতো কোর্ট চলে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, একটু বৃষ্টি হলেই কোর্টের সামনে দিয়ে ও তার অাস পাশ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারনে অামাদের সহ কোর্টে হাজিরা দিতে অাসা মানুষের অনেক সমস্যার মধ্যে পরতে হয়। যদি ঠিক মতো ড্রেন পরিস্কার করে রাখতো ও রাস্তাঘাট ঠিক করে রাখতো তা হলে অার এমন জলাবদ্ধতা সৃষ্টি হইতো না

বালুচরা থেকে অাসা ভুক্ত ভুগি বাবুল মোল্লা বলেন, কোর্টের ভিতরে ঢুকতে হলে লুঙ্গী উঠিয়ে অাসতে হয় অাধা গিরা পানি জমে অাছে। জাগায় জাগায় খানা খন্দ ভাংগা এই গুলো দেখার কেউ নাই।

IMG_20170612_195254

Total View: 1140