সুপ্তা চৌধুরী
শরীয়তপুর প্রতিনিধি।
শরীয়তপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শুক্রবার (২৩শে আগষ্ট) মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের সার্বিক সহযোগিতায় বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় শরীয়তপুর জেলা প্রশাসনের কার্যালয় হতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েক হাজার নারী ও পুরুষ কৃষ্ণ ভক্তের সমন্বয়ে, উলুর ধ্বনী আর শঙ্খের ধ্বনী মুখরিত বাদ্য সঙ্গীত সহযোগে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দির, ধানুকা হুগলী শ্যামসুন্দর জিউ মন্দির, মধ্যপাড়া হরিঠাকুরের আঙ্গিনা, ব্রাহ্মন কল্যান সংঘ শরীয়তপুর জেলা শাখা, ইসকন শরীয়তপুর জেলা শাখা। বিশাল মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পালং হরিসভা কেন্দ্রীয় মন্দিরে এসে সমাপ্ত হয়।
২য় পর্বের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা সমাপ্তি হওয়ার পরে বিকাল সাড়ে ৫টায় গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে এবং সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়, সাধারন সম্পাদক মানিক ব্যানার্জী, সাবেক সভাপতি শ্যামসুন্দর দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক শংকর প্রসাদ চৌধুরী, পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বিমল কৃষ্ণ অধিকারী, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক সুশীল চন্দ্র দেবনাথ।
আলোচনা সভায় অন্যান্য দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর পৌরসভার প্যানেল মেয়র ১ বাচ্চু বেপারী, সদর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল রহমান সাবেক ছাত্রনেতা জামাল ফকির, জেলার সুনামধন্য হিন্দু ধর্মীয় বক্তা শ্রী শিবুনাথ গোস্বামী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অনিক ঘটক চৌধুরী, মন্মথ কুমার, যুগ্ন সাধারণ সম্পাদক সত্যজিৎ ঘোষ, ব্রাহ্মন কল্যান সংঘের সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, জেলা উদিচীর সাধারন সম্পাদক অরুন কুমার সাহা, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, সোহেল খন্দকার, হিরু মাদবর, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী, হিন্দু মহাজোট কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ডাঃ হেমন্ত কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি রঘুনাথ পোদ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ছাত্র যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক সমীর চন্দ্র শীল, যুগ্ম আহবায়ক রুপক চক্রবর্তী, সুপ্তা চৌধুরী, সদস্য নিত্য গোপাল চক্রবর্ত্তী, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার, সদর পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান সহ ভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির নেতৃৃৃবৃন্দ, ভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যাক্তিবর্গ প্রমুখ।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা ভগবানের আবির্ভাব এর ইতিহাস তার কর্ম গুলো তাদের বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন।