প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অফ বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে, ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষ্যে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসারত রোগীদের সহিত গোলাপ ফুলের শুভেচ্ছা বিনিময় ও ফল-ফলাদি উপহার প্রদানের মাধ্যমে দিবসটি পালন করবে পিবিআরবি। প্রতিক্ষন ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডাঃএস এম আব্দুল্লা আল মুরাদ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান ও প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেরশন অফ বাংলাদেশের শরীয়তপুর এর এক ঝাঁক তরুণ তরুণী।
তারা সকল রোগীদের খোঁজখবর নেন এবং সবসময় মুমূর্ষ রোগীর পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নার্স রোগী এবং রোগীর সঙ্গে আগত অতিথিদের কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।